গাজায় গণহত্যা বন্ধে খ্রিস্টান নেতাদের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:০০ | প্রকাশিত : ০২ মার্চ ২০২৪, ২৩:৩৯
গাজার খ্রিস্টান নেতা রামজি খৌরি (মাঝে)

ফিলিস্তিনের গাজায় গির্জা বিষয়ক প্যালেস্টাইন কমিটির প্রধান রামজি খৌরি, গাজায় উপত্যকায় ইসরায়েলের ‘গণহত্যার’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং গির্জাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন।

দাপ্তরিক আবেদনপত্রের মাধ্যমে তিনি এ আহ্বান জানিয়েছেন। শনিবার ওয়াফা রিপোর্টের বরাতে খবর দিয়েছে আল জাজিরা।

রামজি খৌরি বলেন, গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর সাম্প্রতিক হামলা ছিল ‘যুদ্ধাপরাধের ইতিহাসে নজিরবিহীন’ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করার জন্য জোর দিতে বাধ্য করা উচিত।

ফিলিস্তিনি ভূখণ্ডে কয়েক হাজার খ্রিস্টান বসবাস করে, যার মধ্যে প্রায় ৪৭ হাজার অধিকৃত পশ্চিম তীরে এবং ১ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বীর বসবাস গাজায়।

ফিলিস্তিনি খ্রিস্টান নেতারা বলেছেন, তারা পশ্চিম তীরের গির্জা নেতাদের দ্বারা বিষয়টি উপেক্ষা করার প্রবনতা দেখেছেন, যখন ইসরায়েলি সামরিক হামলা তাদের বিপদে ফেলেছে।

এর আগে অক্টোবরে ফিলিস্তিনি খ্রিস্টানদের একটি খোলা চিঠিতে তারা লিখেছিল, যখন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা করা হয় তখন অনেক গির্জার নেতা এবং ধর্মতাত্ত্বিকদের নীরবতায় আমরা বিরক্ত হয়েছি।

(ঢাকাটাইমস/০২মার্চ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :