চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু সোমবার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ২১:২১| আপডেট : ১০ মার্চ ২০২৪, ২১:৩৩
অ- অ+
সৌদি আরবে স্থানীয়রা টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখছে

সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে দেশটিতে রোজা পালন শুরু হবে।

আরব নিউজ জানিয়েছে, রবিবার সূর্যাস্তের পর দেশটির আকাশে চাঁদ দেখা গেছে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে রবিবার প্রথম তারাবিহ অনুষ্ঠিত হবে।

প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

এসব দেশের সরকারের ইসলাম বিষয়ক দপ্তর আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে। আরও যেসব দেশ তারিখ ঘোষণা করেছে সেগুলো হলো— ব্রনাই, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। এসব দেশে রবিবার সূর্য ডোবার আগে চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার শাবান মাস ৩০ দিন পূর্ণ করে মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ সূত্রে খালিজ নিউজ জানিয়েছে— দেশটির গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হয়।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন। মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও একই কথা জানিয়েছে।

এদিকে বাংলাদেশের আকাশে সোমবার রমজানের চাঁদ দেখা হবে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজ পালন শুরু হবে। সেক্ষেত্রে সোমবার প্রথম তারাবিহ হবে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা