সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২৪, ২০:০২

‘ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এবং জেলা খামার ব্যবস্থাপক শবনম মুস্থারির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন সারমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত জেলেরা আগামী ১৭ মার্চ পর্যন্ত জাটকা না ধরার অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ১০ ইঞ্চির কম ইলিশ মাছ জাটকা হিসেবে গণ্য।

তিনি বলেন, প্রতি বছর ইলিশ মাছ থেকে আয় হয় ২৮ হাজার কোটি টাকা। তাই এই মৎস্য সম্পদ রক্ষার্থে আগামী নভেম্বর পর্যন্ত জাটকা নিধন না করার জন্য জেলে এবং সকলের প্রতি আহ্বান জানান।

(ঢাকা টাইমস/১১মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :