টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৫:২৬
অ- অ+

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী জুনে। এরপর আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বসবে নারীদের বিশ্বকাপ। ১০ দল নিয়ে এবার বাংলাদেশে বসবে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজক দেশ বাংলাদেশ। বিশ্বকাপের কন্ডিশনকে তাই মানিয়ে নিতে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় নারী দল।

শুক্রবার (২২ মার্চ) সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে এপ্রিলে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী দলের। যদিও এখনো ঠিকঠাক হয়নি তারিখ। সিরিজের ম্যাচগুলো সিলেটের মাটিতেই হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই সিরিজ দিয়ে বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই হবে ভালো অনুশীলন।

বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে সিলেটে নাদেল বলেন, 'বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা ঠিকঠাক হয়ে গেছে।'

ভারত অবশ্য গেল বছর জুন-জুলাই মাসেই বাংলাদেশ সফর করেছিল। সে দফায় টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। তবে সেবার ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের দৃষ্টিকটু আচরণ ছিল বিতর্কের বস্তু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট দ্বন্দ্বে সেটিও ছিল বাড়তি সংযোজন।

(ঢাকাটাইমস/২২মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লঙ্কান ঘূর্ণিতে ৭৭ রানে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা