আযান ও ক্বিরাত প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার দিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৮:০০| আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৯:২৪
অ- অ+

সেনাবাহিনীর আন্তঃ অঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৪ এ বিজয়ীদের পুরস্কার তুলে দিয়েছেন কোয়ার্টার মাস্টার লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান।

প্রতিযোগিতায় এ বছর কুমিল্লা অঞ্চল চ্যাম্পিয়ন এবং ঘাটাইল অঞ্চল রানারআপ হয়েছে। এছাড়া আযানে রামু অঞ্চলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. আবু তালহা এবং ক্বিরাতে রংপুর অঞ্চলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. আকীল আলী প্রথম স্থান অর্জন করেন।

শুক্রবার ঢাকার মিরপুর সেনানিবাসে সদর দপ্তর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় সেনাবাহিনীর আন্তঃ অঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

গত ১৮ মার্চ প্রতিযোগিতা শুরু হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা