মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২৪, ১৬:৩৩

মাগুরার সদর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলায় মাদক উদ্ধার ও চুরি প্রতিরোধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. কদর মোল্যা (২৪), মো. ইলিয়াস হোসেন (৪২) এবং মো. হাসু খান (৪০)।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার মাগুরা সদর থানা এলাকায় মাদক উদ্ধার ও চুরি প্রতিরোধে অভিযান চালানো হয়। এসময় গোপন খবরে মাগুরা সদর থানার ইছাখাদা গ্রাম থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের করাকালে কদর মোল্যা গ্রেপ্তার করা হয় এবং আসামির কাছ থেকে চোরাই অ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি মতে চুরির সঙ্গে জড়িত ইলিয়াস হোসেনকে মাগুরার মহম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চোরাইকৃত আরও ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোর এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য মো. হাসু খানকে মাগুরার পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিরা মাগুরা জেলার বিভিন্ন স্থানসহ আশপাশ জেলা থেকে মোটরসাইকেল চুরি করে।

এছাড়াও নারায়নগঞ্জ-নরসিংদীসহ বিভিন্ন জেলার চোরদের সাথে আসামিদের যোগাযোগ রয়েছে। চুরি এবং চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করার ক্ষেত্রে তাদের সাথে একত্রে কাজ করে বলে জানা যায়। আসামিরা সংঘবদ্ধ চোর এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২৯মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :