শিক্ষক নিয়োগ: আবেদনের সুযোগ বঞ্চিত ১৭তম নিবন্ধন উত্তীর্ণদের অবস্থান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ১২:৪৪
অ- অ+

বয়সসীমা পার হয়ে যাওয়ায় ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত হয়েছেন ৭৩৯ জন। এ জন্য সোমবার থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

সোমবার সকাল ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে তাদের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ১৭তম নিবন্ধনের ৭৩৯ জন প্রার্থীকে আবেদনবঞ্চিত করায় এবং দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটিবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। সে অনুযায়ী আজ সকাল ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে কর্মসূচি পালন শুরু হয়।

দফায় দফায় একই দাবিতে এর আগেও এনটিআরসিএ কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরা। এমনকি আবেদনের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দেন তারা।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেন। কারণ ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ পর্যন্ত করোনা মহামারিতে সময় লেগে যায় চার বছরের বেশি। ফলে বঞ্চিত হয়েছেন এনটিআরসিএর নিবন্ধনে পাস করা ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা।

(ঢাকাটাইমস/২৪জুন/টিএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা