সালথায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে ট্রলি, কিশোর হেলপার নিহত

​​​​​​​সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২৪, ২৩:৩০

ফরিদপুরের সালথায় ট্রলি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মো. ইমন মোল্যা (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। সে ওই ট্রলির হেলাপার ছিল।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়ার শালীডাঙ্গা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন বড় লক্ষণদিয়া গ্রামের মো. ছরোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, লক্ষণদিয়া গ্রামে রমজান নামে এক মাটি ব্যবসায়ীর সাইডে মাটি দিয়ে যাওয়ার সময় শালীডাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি গাড়িটি উল্টে খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ট্রলির হেলপার ইমন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ইমনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুন/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :