কার জন্য কোর্টে যেতে চাইলেন ওমর সানী?

বাংলা চলচ্চিত্রের তারকাদের মধ্যে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি সক্রিয় থাকেন চিত্রনায়ক ওমর সানী। নিত্যদিনের নানা খুঁটিনাটি তিনি তুলে ধরেন ফেসবুকের পাতায়। সেই ধারাবাহিকতায় সোমবার মাঝরাতে দেওয়া এক পোস্টে কোনো একজনের উদ্দেশে দিলেন কোর্টে যাওয়ার হুমকি।
ওমর সানী লিখেছেন, ‘আজ আমি কোর্টে যাচ্ছি। তোরে আমি….।’ এই পোস্টে রহস্য জিইয়ে রেখেছেন ‘চাঁদের আলো’ ও ‘কুলি’ সিনেমার নায়ক। কার জন্য কোর্টে যেতে চান তিনি? এই প্রশ্নের জবাব অবশ্য মেলেনি। কারণ, প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোর্টে যাওয়ার কোনো খবর আসেনি।
এদিকে, পোস্টটি দেখে নায়কের অনেক ভক্ত তাকে প্রশ্ন করেছেন, কী হয়েছে, কেন কোর্টে যেতে চান, কার বিরুদ্ধে যেতে যান ইত্যাদি। সে সবের স্পষ্ট কোনো জবাব দেননি জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর স্বামী ওমর সানী। উল্টো কয়েকটি কমেন্টের উল্টাপাল্টা রিপলে দিয়ে হয়েছেন বিতর্কিত।
পোস্টটি দেখে মো. মাকসুদুল হাসান নামে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ডিভোর্স দিয়ে দিলেন নাকি?’ এর জবাবে ওমর সানী ওই ভক্তকে লিখেছেন, ‘কাকে ভাই, তোমার ওয়াইফ?’
মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ভক্তের মন্তব্য, ‘এত রাতে কোর্ট বন্ধ। মাথা ঠান্ডা করেন ভাইজান।’ এমন মন্তব্যে সানী ওই ভক্তকে রিপলে দিয়েছেন, ‘বারোটার পর সকালের কথা বলা হয়, বুইঝা কথা বললেন বোকা।’
আসিফ বাবু নামে আরেক ভক্ত মন্তব্য করে জানতে চেয়েছেন, ‘কে সেই আসামি ভাই?’ এটির রিপলেতে ওমর সানী ওই ভক্তকে লিখেছেন, ‘তুমি, তুমি।’
ওমর সানীর এই পোস্টে মন্তব্য করেছেন আলোচিত নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরও। তিনি লিখেছেন, ‘কী হইছেরে?’ অভিনেতা জবাবে হেলেনা জাহাঙ্গীরকে লিখেছেন, ‘তোর জন্য যাচ্ছি।’
ভক্তদের কমেন্টে একজন জনপ্রিয় নায়কের এমন উল্টাপাল্টা রিপলে দেওয়া দেখে ওমর সানীর উদ্দেশে তাওহিদ ইভান নামে একজনের মন্তব্য, ‘ভাই কমেন্টসের রিপ্লাই আপনার ওয়েট অনুযায়ী দেওয়া উচিৎ ছিল। আপনারা সেলিব্রিটি মানুষ, আপনাদের দেখে মানুষ শিখবে।’
এই ভক্তের মন্তব্যের অবশ্য কোনো রিপলে দেননি ওমর সানী। প্রকৃত ঘটনা কী, কেন তিনি মাঝরাতে ফেসবুকে এমন পোস্ট দিলেন, সে সম্পর্কে জানতে এই নায়ককে ফোন দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর মেলেনি।
(ঢাকাটাইমস/০৯জুলাই/এজে)

মন্তব্য করুন