বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে কোটাবিরোধী শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ১৭:৩৩| আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৭:৫৯
অ- অ+

কোটা সংস্কারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের শুক্রবারের কর্মসূচি পালনে শাহবাগে জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল ৫টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ আসেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা— ‘অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন’; ‘হুমকি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘বাধা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘বুলেট দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ ইত্যাদি স্লোগান দেন।

এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবিটি হলো সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ‍ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

(ঢাকাটাইমস/১২জুলাই/এসকে/এসআইএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা