বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৪, ২৩:১৫
অ- অ+

সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। দীর্ঘ আড়াই বছরের প্রেমের সম্পর্কে ভাটা পড়ায় তরুণী এ অনশন করছেন।

শুক্রবার সকালে প্রেমিকা সুমাইয়া (২২) বিয়ের দাবিতে সাতক্ষীরা কলারোয়া উপজেলার পারিকুপিতে প্রেমিক মাছুমের বাড়ির সামনে অনশনে বসেছেন। প্রেমিক মাছুম বিল্লাহ (২৬) উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পারিকুপি গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

সুমাইয়া কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

প্রতিবেশি রুমা খাতুন জানান, প্রায় আড়াই বছর ধরে এই মেয়েটির সঙ্গে মাছুমের প্রেমের সম্পর্ক। হঠাৎ তাদের সম্পর্কে ভাটা পড়ায় প্রেমিকা সুমাইয়া শুক্রবার সকালে এখানে এসে অনশনে বসেছে।

সুমাইয়া বলেন, গার্লস হাইস্কুলে পড়ার সময় মাছুম স্কুলের সামনে একটি দোকানে থাকত। সেখান থেকে পরিচয় হয়। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে মধ্যে দুজন দেখা করতাম। বিষয়টি আমার পরিবার জানত। কিন্তু মাছুম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?

এ বিষয়ে সুমাইয়া কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের সমতুল্য: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা