ছাত্র আন্দোলন পুলিশ দিয়ে দমানো মোটেও ঠিক নয়

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ০৮:২৬
অ- অ+

শিক্ষকদের প্রত্যয় পেনশন সংক্রান্ত আন্দোলন বেশ দানাবাঁধতে শুরু করেছে। এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল শিক্ষকরা এই আন্দোলনটি করে যাচ্ছে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। কিন্তু শিক্ষকদের বাইরেও আমরা আরো একটি প্রবল আন্দোলন দেখতে পাচ্ছি। সেটা কোটাবিরোধী বা কোটা সংস্কার আন্দোলন। শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে কোটা সংস্কার নিয়ে একটি আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। সেটা অবশ্য তারা ক্লাস ও পরীক্ষা বাদ দেওয়ার ঘোষণা দিয়ে করছে না। শিক্ষার্থীদের এই আন্দোলনটা অনেকদিন বন্ধ ছিল। এর আগেও তারা কোটাবিরোধী আন্দোলন করেছে। যাহোক, শিক্ষকরা যে আন্দোলনটা করছে সরকার ঘোষিত প্রত্যয় পেনশন স্কিম ঘিরে- এটা এর মধ্যেই অনেকদিন হয়ে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় একটা ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের ক্লাসও হচ্ছে না, কোনো পরীক্ষাও হচ্ছে না। এতে তাদের সেশসনজটের কবলে পড়ে যাওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। সরকার শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনকে পুলিশ দিয়ে দমানোর চেষ্টা করছে। এটা মোটেও ঠিক না। এটা তো রাজনৈতিক কোনো আন্দোলন না। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা বৈষম্য আছে, সেটা বাতিলের জন্যই তারা এই আন্দোলন করছে।

আর শিক্ষকরা প্রত্যয় স্কিম নামের পেনশন সংক্রান্ত যে আন্দোলনটা করছে সেখানে খোঁজ নিলে দেখা যাবে আওয়ামী লীগ-পন্থি শিক্ষকরাই রয়েছে সামনের কাতারে। এটা সরকারকে বুঝতে হবে। এসব আন্দোলন দমন করা যায় না। শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে এসব আন্দোলনের সমাধান করতে হয়। মনে রাখতে হবে, শিক্ষকদের এই ধর্মঘটের ফলে অর্থাৎ শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা না নেওয়ার ফলে তাদের চরম ক্ষতি হচ্ছে; বৃহৎ অর্থে এতে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টা সরকারের আমলে নেওয়া প্রয়োজন। আমি মনে করি, শিক্ষকদের যুক্তিসংগত এই দাবি সরকারকে শুনতে হবে, বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।

সরকারের হাতে পুলিশ আছে, আর্মি আছে। সরকার পুলিশ দিয়ে যেকোনো আন্দোলনই দমন করতে পারে। এখন সরকার যদি মনে করে পুলিশ দিয়ে শিক্ষকদের এই আন্দোলন কিংবা ছাত্রদের এই আন্দোলন দমন করবে এবং দমন করে তারা সফল হবে। এটা মোটেও ঠিক নয়। সরকার হয়তো তাৎক্ষণিকভাবে দমন করতে সফল হবে কিন্তু আমি কোনোভাবেই একে সাফল্য বলবো না। শক্তি প্রয়োগে কখনো প্রকৃত সাফল্য আসে না। যুক্তিসংগত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমেই যেকোনো সংকটের সমাধান আসতে পারে।

মনে রাখতে হবে, বাংলাদেশের জনজীবনে অন্তহীন সমস্যা বিরাজমান রয়েছে। কোনো কারণে নতুন কোনো সমস্যা যেন তাতে যুক্ত না হতে পারে। যেকোনো ক্ষতি মানেই সেটা সবার জন্যই ক্ষতি। দেখা যাচ্ছে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই দলটি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। নিঃসন্দেহে এটা তাদের কৃতিত্বের ব্যাপার। এখন অল্প সময়ের জন্য সরকারের কোনো কর্মকাণ্ডে যদি সেই কৃতিত্ব নষ্ট হয়ে যায়, তাহলে এটা হবে খুবই দুঃখজনক ব্যাপার। যেকোনো আন্দোলন-সংগ্রামের ব্যাপারে সরকারকে সংযমের পরিচয় দিতে হবে। তাদের সংযম যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা তাদের জন্যও ক্ষতিকর আবার দেশের জন্যও ক্ষতিকর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি সরকারেরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি শিক্ষকদের সঙ্গে প্রত্যয় পেনশন স্কিম সংক্রান্ত উদ্ভূত সমস্যাটি নিয়ে বসবেন, এমন কথাও সংবাদমাধ্যমে এসেছে। কিন্তু তিনি শেষ পর্যন্ত কেন তাদের সাথে বসলেন না সেটা আমার বোধগম্য নয়। আমি মনে করি, এটা তিনি ঠিক করেননি। শিক্ষকদের সাথে তাঁর বসা দরকার ছিল। যেকোনো সংকটই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। শিক্ষকদের সঙ্গে না বসাটা তাঁর একটি ভুল সিদ্ধান্ত। আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতার মধ্যেই ভুল স্বীকারের কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। আসলে গণতান্ত্রিক মন-মানসিকতা কিংবা কোনো শুভ উদ্যোগ- এর কোনোকিছুই সাধারণত আমাদের নেতানেত্রীদের মধ্যে খুব বেশি খুঁজে পাওয়া যায় না। তারা যেটা করেন সেটাকেই মনে করে থাকেন এটাই সবচেয়ে ভালো কাজ। কিন্তু এই মনোভাব তো গণতান্ত্রিক মানসিকতার মধ্যে পড়ে না। গণতান্ত্রিক মানসিকতা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে মতবিনিময় হবে, আলোচনা হবে; তারপর একটি সিদ্ধান্ত হবে। রাষ্ট্রের বড়ো কোনো সংকট দলপ্রেম দিয়ে হয় না- সেটা দেশপ্রেম দিয়ে সমাধান করতে হয়। এটা শুধু আমার কথা না; যারা খবরের কাগজ পড়েন, যারা সংবাদমাধ্যমে চোখ রাখেন, যারা দেশ ও জনগণের ভালোমন্দ বিচার করেন- তাদের সকলেরই এই একই কথা।

আবুল কাশেম ফজলুল হক: সাবেক অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সিইসিকে জুতাপেটা-লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দল নেতা আটক
মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপে’র সদস্য ইয়াসিন গ্রেপ্তার
আবারও বাড়ল গুম কমিশনের মেয়াদ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা