চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে সোনাসমজিদ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বারঘোরিয়া চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কোটা সংস্কারের দাবি জানায়।
এসময় মহানন্দা সেতুসহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
একপর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এতে করে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।
(ঢাকা টাইমস/১৬জুলাই/এসএ)

মন্তব্য করুন