বাড়ির পথে রাবি ছাত্রলীগ নেতাকর্মীরা, ৫ দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ শিক্ষার্থীদের

রাবি সংবাদদাতা, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১৬:৩৯
অ- অ+

আন্দোলনকারী শিক্ষার্থীদের তাড়া খেয়ে মঙ্গলবার সন্ধ্যার আগেই ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব সহ সব নেতাকর্মী। এরপর বুধবার ছাত্রলীগের নেতাকর্মীদের নিজ নিজ বাড়ি ফিরতে দেখা গেছে।

এদিন রাজশাহী রেলওয়ে স্টেশন ও বাস স্টেশনে অনেক ছাত্রলীগ নেতাকর্মীকে মাস্ক ও কালো চশমা পরে ছদ্মবেশে বাড়িতে চলে যেতে দেখা যায়। এদের একজন বলেন, ক্যাম্পাস স্বাভাবিক হলেই তারা আবার ফিরে আসবেন এবং সব ক্ষতি পুষিয়ে নেবেন।

এদিকে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন অবরোধ করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং হল প্রশাসনের কাছে আরও পাঁচ দফা দাবি জানান।

দাবিগুলো হলো— এক. বিশ্ববিদ্যালয়ের সব হলে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সিন্ডিকেট থেকে আজকেই তা পাশ করতে হবে। দুই. হল ত্যাগের নির্দেশনা আজ দুপুর দুইটার মধ্যে বাতিল করতে হবে। তিন. মেস মালিকদের চিঠি দিয়ে দ্রুত সময়ে মেস খোলার নির্দেশ দিতে হবে, চার. শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, চলমান কোটা আন্দোলনকারীদের ওপর যেন কোনো মামলা না হয় তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। পাঁচ. আজকেই মিডিয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে অস্ত্র মুক্ত করতে হবে। প্রতিটি হলে নিয়মিতভাবে সিট বন্টনের দায়িত্ব হল প্রশাসনকে নিতে হবে, যেসব হলে অস্ত্র পাওয়া গেছে সেসব হল প্রভোস্টদের দ্রুত সময়ে পদত্যাগ করতে হবে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে প্রশাসন ভবন অবরোধ করেছি। আমরা প্রত্যেকটি হলের হল প্রশাসনের কাছে ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি যথাযথভাবে মূল্যায়ন না করা হলে আমরা প্রশাসন ভবন ত্যাগ করবো না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেই আমরা এখান থেকে সরবো, এর আগে নয়।

শিক্ষার্থীদের এমন দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

রাবির এই অধ্যাপক বলেন, ‘দেশে চলমান পরিস্থিতিতে ছাত্ররা হল প্রশাসনের কিছু দাবি জানায়। হলের ভিতরে ছাত্র রাজনীতি বন্ধ করে হল থেকে সিট বাণিজ্য এবং হলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা

হল প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। তাদের এ দাবি যৌক্তিক মনে করে হল প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়কের উপস্থিতিতে আমার হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছি। কোনো শিক্ষার্থী চাইলে হলের বাহিরে রাজনীতি করবে কিন্তু হলে করতে পারবে না।’

(ঢাকাটাইমস/১৭জুলাই/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা