অবশেষে মুখ খুললেন মাহমুদউল্লাহ, চাইলেন কোটা সংস্কার আন্দোলনের সমাধান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১১:০০| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১১:৩৯
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চরম অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। এই আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। সে তালিকায় এবার যুক্ত হয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (১৭ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেছেন মাহমুদউল্লাহ। সে সঙ্গে দ্রুত সমাধানের কথাও তুলে ধরা হয়ে তার পোস্টে।

কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সেই পোস্টে মাহমুদউল্লাহ লিখেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’

মাহমুদুল্লাহ রিয়াদের এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাড়ানোর দিনে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং ব্যাটার লিটন দাসও নিজেদের মতামত ব্যক্ত করেছেন।

এ প্রসঙ্গে দেশের বাহিরে থেকে তামিম লিখেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো র'ক্ত'পা'ত, কোনো মৃ'ত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সং'ঘা'ত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’

লিটন দাস লিখেন, ‘কোথাও কোন র'ক্ত'পা'ত, কোন মৃ'ত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই আর কোন ভাইবোনদের উপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক। দেশটা আমাদের সবার।’ এর আগে, বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় এবং শরীফুল ইসলাম সহ অনেকেই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছেন।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা