প্যারিস অলিম্পিক: শেষের নাটকীয়তায় জাপানের কাছে ২ গোলে হারলো ব্রাজিল

চলমান প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করে ব্রাজিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলো তারা। নাইজেরিয়ার পর জাপানের বিপক্ষেও জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল ব্রাজিল। জাপানকে হারালেই শেষ আটে পৌঁছে যেতো তারা। জাপানের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়ে সে পথেই ছিল ব্রাজিল। কিন্তু যোগ করা সময়ে ম্যাচ মোড় নেয় নাটকীয়তায়। যোগ করা সময়ে ২ গোল দিয়ে বসে জাপার। যার ফলে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে আর্থুর ইলিয়াসের শিষ্যরা।
এ হারে অবশ্য এখনো শেষ আটের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি ব্রাজিলের। এবারের অলিম্পিকে নারীদের ফুটবল প্রতিযোগিতায় ৩ গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে ১২ দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল তো কোয়ার্টার ফাইনালে যাবেই, সঙ্গে সেরা দুই তৃতীয় স্থানে থাকা দলও শেষ আটের টিকিট পাবে।
গতকাল জাপানের কাছে হেরে যাওয়ায় ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে নেমে গেছে ব্রাজিল। এখন পর্যন্ত তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে শীর্ষে থাকলেও শেষ আটের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। সে ম্যাচে কেবল জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও।
গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ব্রাজিলের জন্য সহজ হবে না। সে ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ স্পেন, যারা বর্তমানে মেয়েদের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন।
গতকাল পার্ক দে প্রিন্সেসে প্রথমে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল জাপান। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জাপানিস স্ট্রাইকার মিনা তানাকা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১১তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। অভিজ্ঞ স্ট্রাইকার মার্তার দারুণ এক পাসে জাপানের জালে বল জড়ান জেনিফার।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় জয়ের স্বপ্নই দেখছিল ব্রাজিলের সমর্থকেরা। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও পেনাল্টি পায় জাপান। এবার আর লক্ষ্যভেদ করতে ভুল করেননি সাকি কুমাগাই। এর চার মিনিট পর ব্রাজিল ডিফেন্ডার রাফায়েলের ভুলে বল পেয়ে দূর পাল্লার শটে ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করেন মোমোকো তানিকাওয়া।
(ঢাকাটাইমস/২৯ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন