ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন সারজিস আলম
উধাও হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সারজিস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ৷ অনেক চেষ্টার পর আইডি ফিরে পেয়েছি৷ এই দুই দিনে আমি অন্য কোনো ফেসবুক আইডি বা পেজ খুলিনি৷ যা খোলা হয়েছে সবই Fake৷ সেগুলো ফলো না করে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি।’
তিনি আরও লিখেছেন, ‘শাহবাগের দুইটা স্লোগান মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে৷ আপস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম৷ দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ৷’
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে মুক্ত হওয়ার পর ফেসবুকে এক পোস্ট দেওয়ার পরপরই উধাও হয়ে যায় সারজিস আলমের অ্যাকাউন্ট।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এসকে/এজে)