দুবাইয়ে অনেস্ট স্টেপ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্বোধন
সংযুক্ত আরব আমিরাত দেরা দুবাইতে শুক্রবার অনেস্ট স্টেপ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এল এল সি এর উদ্বোধন করা হয়েছে। প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাদের। বাংলাদেশি মালিকানাধীন অনেস্ট স্টেপ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ম্যানেজার রহমাতুল্লাহ্, প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুম, মো. শহীদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শিবলী সাদিক, মাহবুব হাসান হৃদয়, সিরাজুল ইসলাম, সৈয়দ খোরশেদ, প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক ওবায়দুল হক মানিক সহ আরো অনেকে।
অনুষ্ঠানের মাধ্যমে টেলি কনফারেন্সে টেলি কনফারেন্স যুক্ত হয়েছেন সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. বেলাল। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশি প্রবাসীসহ সকল প্রবাসীদের বিভিন্ন অফারের মাধ্যমে ট্রাভেল সেবা প্রদান করা হবে।