ট্রাফিকসেবায় শিক্ষার্থীদের ছাতা দিল বসুন্ধরা সিমেন্ট ও শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১৯:৪৯
অ- অ+

পুলিশের অনুপস্থিতিতে সড়কে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রাফিকসেবা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ সদস্যরা। রোদ-বৃষ্টি থেকে সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে ছাতা বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভসংঘ বন্ধুরা।

আজ সকালে পলাশী বাজার ও ফকিরাপুল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে ভারসাম্য বজায় রাখতে কাজ করছে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রূহানী খাতুন, ঢাকা কলেজ শাখার সভাপতি রাজীব, ঢাবি শাখার সদস্য আশরাফুল, শাকিল, ফারিহাসহ অনেকে।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজে অংশ নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে ছাতা বিতরণ তাদের অনুপ্রাণিত করবে।

পুলিশের কর্মবিরতিতে শিক্ষার্থীদের ট্রাফিক সেবা এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ উন্নত সমাজ বিনির্মাণে সহযোগিতা করবে বলে মনে করেন আমিনুর।

(ঢাকাটাইমস/৮আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা