কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দুই তরুণীকে রাতভর ধর্ষণ
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দুই তরুণীকে রাতভর ধর্ষণ করার অভিযোগ উঠেছে শিপন মোল্লা (২৮) নামে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শনিবার ভোর ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী খোয়ালপাড়া এলাকায় হবি মোল্লার বাসা থেকে ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করেছে ছাত্ররা।
জানা গেছে, গত শুক্রবার রাতে হবি মোল্লার ছেলে শিপন মোল্লা ও তার সহযোগীরা দুই তরুণী ও তাদের সঙ্গে থাকা তিন ছেলে বন্ধুসহ পাঁচজনকে গোয়ালপাড়া এলাকায় একটি সড়কে আটক করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে। একপর্যায়ে তরুণীদের তিন বন্ধুকে চর থাপ্পড় মেরে ছেড়ে দিয়ে শিপন মোল্লা ও তার সহযোগীরা দুই তরুণীকে শিপন মোল্লা বাসায় নিয়ে রাতভর ধর্ষণ করে। এদিকে ছাড়া পাওয়া তরুণীদের তিন বন্ধু সকাল ৬টার দিকে কদমতলী গিয়ে কিছু ছাত্রদের বিষয়টি খুলে বলেন। তাদের কথা শুনে ছাত্ররা শিপন মোল্লার বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে। কিন্তু সিপন মোল্লা ও তার বন্ধুরা বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়।
ছাত্ররা সিপন মোল্লা বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পরবর্তীতে এলাকার লোকজন ও ছাত্ররা ক্ষিপ্ত হয়ে সিপন মোল্লার বাড়ি ভাঙচুর করেন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএস)