ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করেছেন।
রবিবার দুপুরে দেখা যায়, রংতুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। বাংলাদেশ সবার, এখানে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই। ছাত্রসমাজ একতাবদ্ধ হয়েছে সকল অনিয়মের বিরুদ্ধে।
শিক্ষার্থীদের ভাষ্য, ক্যাম্পাসে কোনো প্রকার ছাত্ররাজনীতি থাকবে না। সব রাজনৈতিক ছাত্র সংগঠনের গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলা হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মোহাম্মদ রায়হান ঢাকা টাইমসকে বলেন, আমরা ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। দেয়ালে লেখা দলীয় নাম এবং স্লোগান মুছে ফেলা হচ্ছে।
মনোবিজ্ঞান বিভাগের দিগন্ত সরকার দেয়ালে গ্রাফিতি অঙ্কন নিয়ে বলেন, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থায়নে গ্রাফিতি ও দেওয়াল লিখন কার্যক্রম চলছে। তাদের সঙ্গে যুক্ত আছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নিয়েছে।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এসকে/ইএস)