শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: ফরিদপুর মহানগর ‍যুবদলের সভাপতিসহ ৩ নেতা  বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ২২:৫৯| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০০:০৬
অ- অ+

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম মল্লিক ও মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন যুবদলের সদস্য জোমাদ্দারকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাবরিজ ভাগবাটোয়ারায় ব্যস্ত হয়ে পড়েন বলে দলীয়ভাবে অভিযোগ উঠে। দলের নাম ভাঙিয়ে সুবিধা আদায়ে ব্যস্ত থাকা তাবরিজের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিলেন জেলা বিএনপির নেতারাও।

ফরিদপুর বিএনপি নেতাদের অভিযোগ, শহরের বিভিন্ন হাট-বাজারের মধ্যে টেপাখোলা গরু ও কাঁচাবাজার অন্যতম। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এই বাজারটি নিয়ন্ত্রণ নিতে ব্যস্ত ছিলেন বিএনপি দলীয় কয়েকজন নেতা। তাদের মধ্যে অন্যতম নামটি হচ্ছে বেনজির আহম্মেদ তাবরিজ। এ ছাড়াও অনেক দুর্নীতির মধ্যে ইতিমধ্যে তার নাম বারবার আলোচিত হচ্ছে।

তবে বেনজির আহম্মেদ তাবরিজ গণমাধ্যমকে বলেন, আমি কোনো চাঁদাবাজি করি না। বরং চাঁদাবাজির প্রতিবাদ করি। টেপাখোলা বাজারে এ ধরনের ঘটনায় দুই গ্রুপ হয়েছিল, যা আমি মীমাংসা করে দিয়েছি। এখন সব ধরনের চাঁদাবাজি বন্ধ।

(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
ইশরাক সমর্থকদের চতুর্থ দিনের মতো নগরভবন ঘেরাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা