সুনামগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৭:৪০

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কালীবাড়ি ও উকিলপাড়া হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এছাড়া জেলার প্রতিটি উপজেলায় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থা কর্মসূচি পালন করেছে।

এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হকসহ যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি চলাকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন জানান, যারা ষড়যন্ত্রের মাধ্যমে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি করতে চাইবে সুনামগঞ্জ জেলা বিএনপি তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :