বন্যার্তদের পাশে ছাত্র-শিক্ষকরা, সহায়তার হাত বাড়াল বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, ২৩:০৭| আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২৩:১৫
অ- অ+

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। পানিবন্দি হয়ে মানবতের জীবন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। এ অবস্থায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্পগ্রুপ বসুন্ধরা। ছাত্র-জনতার উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রায় ২৫ হাজার মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে ত্রাণ সামগ্রী।

শনিবার সরেজমিনে দেখা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চলছে ত্রাণসামগ্রী প্রস্তুত কার্যক্রম। ত্রাণ সামগ্রীর মধ্যে আছে টোস্ট বিস্কিটের প্যাকেট, মুড়ি, শুকনো খাবার ও স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ।

শিক্ষার্থীরা জানান, বসুন্ধরা আবাসিকের ভেতরে থাকা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এই ত্রাণ কার্যক্রমে হাত বাড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। শিল্পগ্রুপটির তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ করা হবে।

জানা গেছে, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। প্রয়োজনে আরও এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা