ট্রফি নিয়ে ঘুমের গল্প শোনালেন বাংলাদেশ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩
অ- অ+

২০২২ কাতার বিশ্বকাপে মেসির বা পায়ের জাদুতে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। নিজের অধরা স্বপ্ন বিশ্বকাপ জেতার পর ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। এরপর ফুটবল, ক্রিকেটে কিংবা অন্য খেলায়ও অনেকেই ট্রফি জিতে, সেটি নিয়ে ঘুমিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। যা ছুঁয়ে গেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও।

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যা টাইগারদের ঝুলিতে থাকা এখনও পর্যন্ত বড় সাফল্যের অন্যতম একটি। তাইতো সিরিজের ট্রফি জেতার রাতটা ট্রফি নিয়েই ঘুমিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

নিজের ফেসবুক পেজে শান্ত বুধবার সকালে ট্রফি নিয়ে ঘুমোনোর ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘শুভ সকাল।’ সফল সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছে শান্তর দল। দেশে ফিরে সংবাদ মাধ্যমের কাছে ট্রফি নিয়ে ঘুমের গল্প শোনালেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, 'সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহুর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিলো…..।’

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ লজ্জা দেয় টাইগাররা।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণহত্যার চিত্রপ্রদর্শনী পালন করবে ‘প্যাট্রয়টস অব বাংলাদেশ’
‎সংবাদ প্রকাশের পর মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার ফালান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা