রণবীর-দীপিকার কোলজুড়ে এলো কন্যাসন্তান

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০২

মা-বাবা হলেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রবিবার তাদের কোলজুড়ে এলো একটি ফুটফুটে রাজকন্যা অর্থাৎ কন্যাসন্তান। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে রীতিমতো ডগমগ তাদের ভক্তরা। শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়াতে।

শনিবার দীপিকাকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রীকে তার মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ঢুকতে দেখা যায়। এদিন হাসপাতালে যাওয়ার পথে তার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

তাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর দুই দিন আগে, দীপিকা এবং রণবীর শহরের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। দম্পতির সঙ্গে ছিলেন তাদের পরিবারের উভয় পক্ষের সদস্যরা। পরিবারের নতুন সদস্যের সুস্বাস্থ্যের জন্য বাপ্পার কাছে প্রার্থনা করেছিলেন তারা।

২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে বিয়ে করেন রণবীর-দীপিকা। ছয় বছরের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হয়। তার ছয় মাস পর হলেন কন্যাসন্তানের মা।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :