মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ বিজিএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৫
অ- অ+

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে স্বাক্ষাৎ করেছে।

মঙ্গলবার বিকালে গুলশান চেয়ারপার্সন অফিস এসে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলাম-এর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম, আবসার হোসেন, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান কফিল উদ্দিন আবুল কালাম প্রমুখ।

মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিজিএমইএ নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, বর্তমান সরকারের সময়ে গার্মেন্ট শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী একধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করাচ্ছে। দলের সিদ্ধান্ত মোতাবেক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং দলের সকল স্তরের নেতাকর্মী সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন, কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন।

শায়রুল কবির খান বলেন, মহাসচিব তাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্র সচিব-এর সাথে কথা বলেন এবং বিজিএমইএ নেতৃবৃন্দকে বলেছেন, এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবে সমাধানে এগিয়ে আসতে হবে অর্থনীতি রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য।

ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা