এপিরাস-এর নতুন মিউজিক ভিডিও: ‘যাইওনা’, কণ্ঠে নিলয়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯
অ- অ+

ইলেকট্রিক ডান্স মিউজিক (ইডিএম) এখন বিশ্বজুড়ে সমাদৃত। এই ধারার বাংলা গান তৈরি করে দুই সহোদর বেশ সুনাম কামাচ্ছেন। দুই ভাই শেখ সামি মাহমুদ এবং শেখ শফি মাহমুদের মূল পরিচিতিঅ্যাপিরাসজুটি নামে। যে জুটি এবার হাজির হচ্ছেন নতুন গানযাইয়ো নানিয়ে।

ভ্রাতৃদ্বয়ের সুর-সংগীতে বিশেষ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয়। কথা লিখেছেন সামি। আব্দুল্লাহ হৃদয়ের নির্দেশনায় তৈরি হলো একটি ভিডিও। যাতে নিলয়কে মাঝে রেখে মডেল হয়েছেন সামি শফি।

গানটি নির্মাণ প্রসঙ্গে সামি মাহমুদ বলেন, ‘২০২৩ সালের শেষের দিকেযাইও নাগানটি লেখা শুরু করি। প্রথমে সুর, পরে আমরা মিউজিক প্রোডাকশনে এগিয়ে যাই। শুরুতে আমরা একজন বিশেষ কণ্ঠশিল্পী খুঁজছিলাম, যিনি এই গানটির জন্য উপযুক্ত হবেন। আর তখনই আমরা নিলয় ভাইকে প্রস্তাব দিই। তার দুর্দান্ত কণ্ঠ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা এই গানটির জন্য বেশ আশাবাদী।’’

গানটি গেয়ে নিলয়ও বেশ খুশি। তিনি বলেন, ‘আমার পর্যন্ত গাওয়া অন্যতম একটি গান হতে যাচ্ছে এটি। গানটি ভীষণ সুন্দর সুর করেছে সামি শফি। অনেকদিন পর নিজের গাওয়া কোনও গানের মিউজিক ভিডিওতে সরাসরি অংশগ্রহণ করে খুবই আনন্দিত। এই গান এবং ভিডিও বাংলা সংগীতকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলে আমি মনে করি।

গানের অন্য প্রণেতা শফি মাহমুদ যোগ করেন, ‘এই গানটি দিয়ে আমাদের নতুন একটি সিরিজের সূচনা হতে যাচ্ছে। যখন গানটি শুনবেন, আপনি লক্ষ্য করবেন মোলায়েম পপ সুরের সঙ্গে ইলেকট্রনিক মিউজিকের মিশ্রণ। আমরা বিশেষ করে গানের ড্রপ- যে ধরণের সাউন্ড ব্যবহার করেছি, তা আপনাকে অন্য একটি অনুভূতিতে নিয়ে যাবে। এখন আমরা অপেক্ষা করছি দর্শকরা কীভাবে মিউজিক ভিডিও এবং অডিওটিকে গ্রহণ করে। তারা পছন্দ করলে আমরা সবচেয়ে বেশি খুশি হবো।

যাইও নাসংশ্লিষ্টরা জানান, ১২ সেপ্টেম্বর গানটির অডিও এবং ভিডিও উন্মুক্ত হচ্ছে অ্যাপিরাস ভেভো, ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিডাল অ্যামাজন মিউজিকে। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা