পাকিস্তানের পর ভারতকেও টেস্ট সিরিজে হারাতে চাই: শান্ত
পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ভারতের পর টাইগারদের সামনে এবার ভারত চ্যালেঞ্জ। চলতি মাসেই ভারতের বিপক্ষে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দেশ ছাড়ার আগে গণমাধ্যমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূণ। আমরা চেষ্টা করবো, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখার। ’
শান্ত আরও যোগ করেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা। কারণ বেশিরভাগ ম্যাচে শেষদিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু করবে বাংলাদেশ দল। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে। দুটি টেস্টই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিসিআই এবং স্থানীয় প্রশাসন এক যোগে কাজ করছে। গত রবিবার প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। এরপর বৃহস্পতিবার বাংলাদেশও স্কোয়াড ঘোষণা করেছে। টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)