আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিচারপতি মানিককে
আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
শুনানিকালে আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে বুধবার ঢাকার ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বিচারপতি মানিককে।
আরও পড়ুুন >> ঢাকার ছয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিচারপতি মানিককে
মামলা থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব নামে এক কিশোর। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ২২ নম্বর আসামি মানিক।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/আরজেড/এফএ)