নোয়াখালীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৪

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা, ১০ বোতল ইন্ডিয়ান মদ, দুটি স্মার্ট মোবাইল, একটি বার্টন মোবাইল ও মাদকদ্রব্য বিক্রির নগদ এক লাখ ৭২ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের চাটখিল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখলা গ্রামের ওরালি ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ওরালি ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে নূর হোসেন মনির (৪৯), একই গ্রামের আন্তিয়ার বাড়ির মফিজুল হকের ছেলে বাবুল (৪৫) ও ইয়াছিন হাজী বাড়ির মহসিনের ছেলে হারুন (৪৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে মাদক উদ্ধারে অভিযানে নামে। অভিযানকালে নোয়াখলা ইউনিয়নের চিহিৃত মাদক কারবারি নূর হোসেন মনুর বাড়িতে একটি ঘরে অভিযান চালানো হয়। এসময় মনুসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে ওই ঘরের স্টিলের একটি শো-কেস ও খাটের নিচ থেকে এক কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা, ১০ বোতল ইন্ডিয়ান মদ ও মাদকদ্রব্য বিক্রির নগদ এক লাখ ৭২ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :