শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে অস্ত্রধারীদের আটক করুন: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৯

দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকলে কখনই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাই সন্ত্রাসীদের গডফাদারদের কে আটক করতে হবে এবং সন্ত্রাসীদের হাতে থাকা সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এসব অবৈধ অস্ত্র বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত যে দলের কাছে থাকুক, তাদেরকে আটক করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্র গুলো দখল করে নিয়েছে। কেউ ভোট দিতে পারেনি, তারা জনগণের বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দিয়েছে। আঠারো সালের নির্বাচনে পুলিশ আমাকেও গুলি করেছেন, চাটখিলে মামুনসহ চারজনকে গুম করেছে। তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার যত অপকর্ম ও অনিয়ম-দুর্নীতি করেছে তার বিচার করতে হবে।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর সভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরিফিন শামীন, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুবদল নেতা তারেক আজিজ শিপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন চাটখিলের পূর্ব পরকোট, বৈকুন্ঠপুর, নয়নপুর ও শিবপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :