ডাল কাটার অনুমতি নিয়ে গাছ কেটে ফেললেন সমন্বয়কের বাবা!
লক্ষ্মীপুরের রায়পুরে অনুমতি ছাড়া জেলা পরিষদের একটি শতবর্ষী গাছের ৯৫ ভাগ কেটে ফেললেন রায়পুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের আল ইয়াছিনের বাবা সামছুল আলম।
উপজেলার নতুন বাজার এলাকার শহীদ মিনারের পাশে সামছুল আলমের বাসভবনের সামনের এ গাছটি ৩০ হাজার টাকায় কেটে দেওয়ার চুক্তি নেন গাছিরা। ২৮ সেপ্টেম্বর গাছটির ৯৫ ভাগ কাটে ফেলা হয়। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে ।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে সামছুল আলম বলেন, ‘গাছটি ঝুঁকিপূর্ণ। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে গাছটি কাটা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ওনার সাথে যোগাযোগ করুন।’
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান জানান, বৈদ্যুতিক তারের জন্য গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েকটি ডালপালা কাটার অনুমতি দেওয়া হয়েছে। পুরো গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি।
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, এ বিষয়ে তিনি অবগত নন। যদি এমন কিছু ঘটে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১অক্টোবর/মোআ)