বনশ্রীতে মিজানুর হত্যা: সাবেক ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হকসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৫:০৪
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বনশ্রীতে মুদির দোকানের কর্মচারী মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে খিলগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও সেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানা।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, গত ১৯ জুলাই বিকালে দোকান খোলার জন্য বাসা থেকে বের হন ভিকটিম মিজানুর। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলি চলছিল। মিজানুর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পৌঁছালে কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হন।

পরে ভিকটিমের স্ত্রী, বোন ও ভগ্নিপতির সহায়তায় নিকটস্থ অ্যাডভান্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রক্তপাত বন্ধ না হওয়ায় ভিকটিমকে দ্রুত আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও রক্ত বন্ধ না হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে বিকাল ৫টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ভিকটিমের বাবা কামাল হোসেন মোল্লা গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা দায়ের করেন।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, ‘মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃতদের অবস্থান শনাক্ত করা করে বৃহস্পতিবার বিকালে খিলগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
র‍্যাব-পুলিশের নজিরবিহীন নিরাপত্তা
গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা