শেখ হাসিনা কি আমিরাতে? যা জানালেন সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৪, ১০:২১
অ- অ+

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। সেখানে দুই মাস অবস্থান করলেও রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। এ অবস্থায় তিনি ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন- হঠাৎ এমন একটি খবর ছড়ায়। বিষয়টি নিয়ে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে, তখন এ বিষয়ে মুখ খোলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

শেখ হাসিনার ভারত ছেড়ে আমিরাতে যাওয়ার খবর ‘সঠিক নয়’ বলে সোমবার রাতে গণমাধ্যমকে জানান সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, “আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়।”

“তিনি (শেখ হাসিনা) এখনো ভারতেই অবস্থান করছেন”- জানান তার ছেলে জয়।

‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই’- এমন বক্তব্যও এর আগে এসেছিল সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত সজীব ওয়াজেদ জয় গত ৩ অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন। ওই কথোপকথনে জয় বলেন, “তার (শেখ হাসিনা) নির্বাচনে লড়াইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”

জয় নিজে নির্বাচনে অংশ নেবেন কি না- এ বিষয়ে তিনি বলেন, “আমার কখনই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে? আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।”

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ের ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার
টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ
ইছামতী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা