সিরিজ বাঁচানোর মিশনে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৮
অ- অ+

টেস্টে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে নাজমুল শান্তর দল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। স্টেডিয়ামে হারের রেকর্ড নেই বাংলাদেশের। ভারতের বিপক্ষে ১৫ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের একমাত্র জয়টি এই দিল্লিতেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মধুর সেই স্মৃতিও হতে পারে বাংলাদেশের জন্য বড় শক্তি।

অরুণ জেটলি স্টেডিয়ামের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এখানকার টি-টোয়েন্টিতে ব্যাটিং-বান্ধব উইকেট হয়ে থাকে। ২০২৪ আইপিএল আসরে ভেন্যুটিতে পাঁচটি ম্যাচ হয়েছিল। যেখানে ১০ ইনিংসের মধ্যে আটটিতেই উঠেছে দুইশ’র বেশি রান। এর মধ্যে আড়াইশ পেরিয়েছে দুই বার, আরেকটি ছিল ২৪৭ রান। বাকি দুটি ইনিংসও ২০০ ছুঁই ছুঁই করেছে। ফলে বোলারদের বড় পরীক্ষায় পড়তে হবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকলেও আজ দিল্লির আবহাওয়া স্বাভাবিকই থাকবে বলে জানা গেছে।

দিল্লির ব্যাটিং স্বর্গে বাংলাদেশের বোলারদের সম্ভাবনার বিষয়ে গতকাল মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের পেস এবং স্পিন উভয় বিভাগেই ব্যতিক্রমী বোলিং ইউনিট আছে। গত কয়েক বছর ধরে নিজেদের কাজ ঠিকঠাক করে আসছে তারা। যদি গত ম্যাচ দেখে আমাদের বোলারদের সম্পর্কে দ্বিধা তৈরি হয়, তাহলে সেটি অবিচার হবে। আমি মনে করি আমরা ওই জোন থেকে বেরিয়ে আসব এবং ম্যাচ জিতব।’

একইভাবে বোলারদের দ্রুত মানিয়ে নেওয়ার কথা বললেন ভারতীয় পেসার আর্শদীপ সিং, ‘আমরা ম্যাচটি খেলার জন্য নিরপেক্ষ মানসিকতা নিয়ে এসেছি। পিচ সম্পর্কে স্থির কোনো ভাবনা নেই, আমরা চাইব কত দ্রুত এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া যায়।’

এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি জায়গায় পরিবর্তন আনা হতে পারে। দলে সুযোগ পেতে পারেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তিনি নজর কেড়েছিলেন। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন প্রথম টি-টোয়েন্টিতে কার্যকরী ভূমিকা রাখতে না পারা তাসকিন আহমেদ।

দিল্লিতে এই ম্যাচ দিয়ে বিদায়ের আরও কাছে চলে যাবেন মাহমুদউল্লাহ। হায়দরাবাদে এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে থেমে যাবেন তিনি। ইতোমধ্যে গতকাল আনুষ্ঠানিকভাবে দিয়েছেন বিদায়ের ঘোষণা। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে তার।

ভারতও টি-টোয়েন্টি দল গোছানোর মধ্য দিয়ে যাচ্ছে। গত ম্যাচে দু’জনের অভিষেক হয়েছে। সেই নীতিশ রেড্ডি ও মায়াঙ্ক যাদবের জায়গায় দেখা হতে পারে তিলক ভার্মা ও হার্শিথ রানাকে।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে একমাত্র জয়টা এই অরুণ জেটলিতেই। অতীত সুখস্মৃতিকে কাজে লাগিয়ে আরেকবার দিল্লিতে মান বাঁচানোর চ্যালেঞ্জে নামবে চান্দিকা হাথুরুসিংহের শিষ্যরা।

(ঢাকাটাইমস/০9 অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা