বাফুফে নির্বাচন: সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসেই। আসন্ন এই নির্বাচনে বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাবিথ আউয়াল। আজ (বৃহস্পতিবার) দুপুর বারোটায় বাফুফে ভবনে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভুইয়া শাহীন।
গতকাল মনোনয়ন বিক্রির প্রথম দিনই সভাপতি পদে তাবিথ আউয়ালের ফরম সংগ্রহ করার কথা ছিল। কাল তার জন্য সবাই অপেক্ষায় ছিল। অবশেষে আজ দুপুরে তিনি লোক দিয়ে ফরম সংগ্রহ করেছেন।
এর আগে গতকাল মনোনয়ন ফর্ম সংগ্রহের প্রথম দিন সভাপতি পদে ফর্ম নেননি কেউ। তবে সিনিয়র সহসভাপতি পদে ইমরুল হাসান, সহসভাপতি পদে চারজন ও সদস্য পদে ২০টি ফর্ম বিক্রি হয়। সব মিলিয়ে প্রথম দিন ২৫টি ফর্ম বিক্রি করে বাফুফে। আজ দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফরম বিতরণ। বিকাল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
এরপর মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর। মনোনয়নপত্র নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির তারিখ ১৮ অক্টোবর।
আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকালে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
এবারও সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যদিও ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়ে বাফুফেতে। কিন্তু অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।
বাফুফে নির্বাচনে এখন পর্যন্ত সভাপতি প্রার্থী দুজন। ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে কাজী সালাহউদ্দিন জানিয়েছিলেন এবারের নির্বাচনে না থাকার কথা। সালাহউদ্দিনের ঘোষণার পরই সভাপতি পদে লড়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। সেটার কয়েক দিন না পেরোতেই বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার কথা জানান তাবিথ আউয়ালও।
(ঢাকাটাইমস/১০ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন