ধানের খেতে পড়ে ছিল যুবকের মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আমন ধানের খেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেষে বুড়ির ঘর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেষে বুড়ির ঘর এলাকায় আমন ধানের খেতে পানিতে মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার সাগর মিয়া বলেন, ‘সকালে ঘুম থেকে জেগে মানুষের হৈ-চৈ শুনে ঘটনাস্থলে যাই। ধানের জমিতে প্রায় হাঁটুপানি। সেই পানির ওপর লাশটা ভাসতেছিল। লাশটি এলাকার কারও পরিচিত নয়।’ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের শরীরের আঘাতের কোনো চিহৃ নেই। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/১১অক্টোবর/এসএ)

মন্তব্য করুন