আম্পায়ার আলিম দারকে নিয়ে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৮:০৪

ক্রিকেট কিংবা ক্রিকেটের বাইরে নানা ঘটনা নিয়ে প্রায়ই আলোচনায় থাকছে পাকিস্তান ক্রিকেট। অধিনায়কত্ব ইস্যু কিংবা বোর্ড কর্মকর্তাদের পদত্যাগ নিয়ে হরহামেশাই আলোচনার শীর্ষে থাকছে পাক ক্রিকেট। এবার নতুন আরেক চমক দিলো পাকিস্তান ক্রিকেট। এবার তারা নির্বাচক কমিটিতে যুক্ত করেছে খ্যাতনামা আম্পায়ার আলিম দারকে।

পুরুষদের জাতীয় দলের নির্বাচক কমিটিকে ঢেলে সাজিয়েছে পিসিবি। কদিন আগেই পাকিস্তানের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর ১০ দিন পর নতুন সদস্য যোগ করেছে পিসিবি। নতুন নির্বাচক কমিটিতে রাখা হয়নি দুই কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেনকে। কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব দেওয়া হয়নি কাউকে।

২০২১ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ভিন্ন ২৬ জন নির্বাচক নিয়োগ দিয়েছে পাকিস্তানের বোর্ড। নতুন কমিটির প্রথম কাজ হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল সাজানো। মুলতানেই আগামী মঙ্গলবার শুরু হবে মাঠের লড়াই। এর আগে কেবল প্রথম টেস্টের জন্যই দল ঘোষণা করেছিল পিসিবি।

আলিম দারকে নির্বাচক কমিটিতে রেখে চমক দিয়েছে পিসিবি। আম্পায়ারদের নির্বাচক হওয়ার ঘটনা ক্রিকেটে খুবই বিরল। গত বছর আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়ান আলিম দার। তবে আন্তর্জাতিক প্যানেলের অংশ হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনও আম্পায়ারিং করে যাচ্ছেন।

আম্পায়ার হিসেবে ২৫ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা সম্প্রতি দিয়েছেন আলিম দার। পেশাদার আম্পায়ার হিসেবে পাকিস্তানের ২০২৪-২৫ ঘরোয়া মৌসুমই তার শেষ। তবে এই অধ্যায় শেষের আগেই নতুন দায়িত্ব পেলে গেলেন ৫৬ বছর বয়সী আম্পায়ার।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :