ড. রাজ্জাককে কেন পেটাতে চেয়েছিলেন লতিফ সিদ্দিকী?

বিশেষ প্রতিনিধি,, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪১

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে পেটাতে চেয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী পরবর্তীতে স্বতন্ত্র সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীর বক্তব্য এই বছরেরই শুরুর দিকে ভাইরাল হয়েছিল।

লতিফ সিদ্দিকী বলেছিলেন রাজ্জাককে আমি পেটাব, কত বড় নেতা হয়েছে অমুকের বাচ্চা, আমার টাকায় লেখাপড়া কইরা ওয়ান ইলেভেনের সংস্কারবাদী হয়েছে। আমি শেখ হাসিনাকে বলে মাফ করাইছি, বেইমানের বাচ্চা ঘুষ খেয়ে টাকা হইছে ওর টাকা আমি দেখে ছাড়ব, ও তো আমারে চিনে না। এই যে লতিফ সিদ্দিকী ড. রাজ্জাকের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন, তিনি রাজ্জাককে ভীষণভাবে অপছন্দ করা শুরু করেছিলেন এর একটা কারণ ছিল।

লতিফ সিদ্দিকী এমপি হওয়ার পরে কোন একটি ঘটনায় তার ছয় জন অনুসারী কে পুলিশ আটক করে। লতিফ সিদ্দিকীর ধারনা জন্মেছিল যে এর পেছনে সাবেক কৃষিমন্ত্রীর হাত আছে। যাহোক এই যে লতিফ সিদ্দিকী ড. রাজ্জাককে পেটাতে চাইলেন বা তার যে অনেক টাকা হয়েছে, তিনি টাকার জোরে অনেক কিছু করছেন এ ধরনের বক্তব্য দিয়েছিলেন। এটা আসলে টাঙ্গাইলের সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মী তাদের প্রায় সবাই এটা বিশ্বাস করত।

দুইবার মন্ত্রী হন ড. রাজ্জাক। মোট ১০ বছর। একবার তিনি হন খাদ্যমন্ত্রী, আরেকবার কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্যের ব্যাপক অভিযোগ ছিল।

ড. রাজ্জাক খুবই সৌভাগ্যবান। তিনি একসময় ছাত্রলীগ করতেন। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দেন। চাকরি থেকে অবসর নেয়ার পরে আওয়ামী লীগের এমপি হন এমন একটি আসনে যে আসনে এমপি ছিলেন দেশের সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ছেলে। যিনি একসময় দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন আবুল হাসান চৌধুরী।

কিন্তু আবুল হাসান চৌধুরী ২০০১ সালে আর নির্বাচনে অংশ নিতে চাননি। তার ব্রিটিশ নাগরিকত্ব ছিল, সেই নাগরিকত্ব ত্যাগ করতে চাননি। সেই জায়গাতেই ড. রাজ্জাক আসেন। ড. রাজ্জাক আওয়ামী লীগের প্রথমে কৃষি বিষয়ক সম্পাদক হন। পরবর্তীতে প্রেসিডিয়াম সদস্য হন এবং অনেকেই আওয়ামী লীগে জানতো যে তিনি একটা পর্যায়ে দলের সাধারণ সম্পাদক পদের জন্য নিজেকে সামনে নিয়ে আসা শুরু করেন। তিনি দেশের ভিতরে ও বাইরে তার লবিং শক্ত করার জন্যে কাজ করেন এবং আওয়ামী লীগের ভিতরে যে ভারতীয় বলয়, সেই বলয়ে তিনি নিজের অবস্থান যথেষ্ট সুদৃঢ় করেন।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে তিনি ওবায়দুল কাদেরের প্রবল প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হন। বলাবলি হচ্ছিল যে, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে যেতে পারেন।

ড. আব্দুর রাজ্জাক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা করেছেন এরকম খবর পত্র-পত্রিকায় যেমন প্রকাশিত হয়েছে, সরকারের বিভিন্ন সংস্থার কাছেও এই খবর আছে। ড. আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হয়েছেন রাজধানীর ইস্কাটন থেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা, মন্ত্রী এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন ড. রাজ্জাক তাদের অন্যতম। তার বিরুদ্ধে ঢাকা এবং টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে অনেক মামলা হয়েছে। তিনি আওয়ামী লীগকে পরবর্তীতে নেতৃত্ব দেবেন এরকম একটি উচ্চাভিলাষ তার মধ্যেও ছিল এবং আওয়ামী লীগে যে কৃষিবিদ তাদের মধ্যে তার একটা প্রভাব তৈরি হয়েছিল। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের সাথে তার বিরোধ ছিলো সর্বজনবিধিত। এমনও শোনা যায়, মন্ত্রী থাকা অবস্থায় বাহাউদ্দিন নাসিমের হাতে তিনি প্রহারিত হয়েছেন। তবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়েও এর বিচার ড. রাজ্জাক পাননি। তো এখন সেই রাজ্জাক নিজেই বিচারের কাঠগড়ায়। দেখা যাক শেষমেশ তার কি হয়।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এআরডি)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

গান-বাজনার আড়ালে তাপসের কুকীর্তির অজানা অধ্যায়

ডিবি এখন আস্থার জায়গা: রেজাউল করিম

নিয়মবহির্ভূত সুবিধা নিয়ে ও আইন ভেঙে মুনাফা লুটছে ইউনাইটেড পাওয়ার

ইউনাইটেড গ্রুপের রাজা-পুত্রসহ হত্যা মামলার আসামি, কেন ধরাছোঁয়ার বাইরে?

জসীমের হাজার কোটির সম্পদ! নিজেকে বাঁচাতে খুঁজছেন রাজনৈতিক সুযোগ, এখন আত্মগোপনে?

মার্কিন কোম্পানির মামলা ইস্যু: ‘লুটেরাদের দায় কেন নেবে অন্তর্বর্তী সরকার?’

সাবেক শীর্ষ কর্মকর্তারা একের পর এক গ্রেপ্তার, এরপর কে? আতঙ্ক আমলাতন্ত্রে

মোজাম্মেলকে টাকা দিলেই মুক্তিযোদ্ধা সনদ, শিক্ষার প্রকল্পে কমিশন ছাড়া বুঝতেন না নাহিদ

দ্য প্রিন্টের প্রতিবেদন: নয়াদিল্লির লোধি গার্ডেনে মন্ত্রী-এমপিদের প্রতিবেশী শেখ হাসিনা!

সেই ছাত্রলীগ এই ছাত্রলীগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :