সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা: ২৬ শিক্ষার্থী কারাগারে, শুনানিতে যা হলো

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন- জহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউল রহমান মিল্লাদ, মেহেদী হাসান, সোহান, ইমরান হোসেন আরমান, মেহেদী হাসান অন্তর, সাগর, রোহান, শাহরিয়ার হোসেন সোয়াদ, আহাম মোল্লা, সোহান, মাসনুন, নাঈম, ইমাম হাসান, শাকিল, সেলিম, সাকলাইন মুস্তাক, হানজালাল, মশিউর রহমান, প্রান্তিক, তাছিম রহমান, ও রবিন মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর একরামুল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানিতে যা হলো
শুনানিতে আইনজীবীরা আদালতকে বলেন, সচিবালয় থেকে ৫৪ জনকে আটক করা হয়। ২৮ জনকে ছেড়ে ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যাচেষ্টা বাদে সবগুলো ধারা জামিনযোগ্য। তখন বিচারক জানতে চান, তাদের কেন ছাড়েনি? তখন আইনজীবীরা বলেন, তাদের গার্ডিয়ান যেতে না পারার কারণে ছাড়েনি। তখন বিচারক জানতে চান, তারা কেন সচিবালয়ে গিয়েছিলো? আইনজীবীরা বলেন, পত্রপত্রিকায় দেখেছি এইচএসসির ফল বাতিলের জন্য গিয়েছিলো। তখন বিচারক বলেন, যারা ফেল করেছে তাদের রেজাল্টশিট দেখান। তখন কয়েকজন আইনজীবী বলেন, তার আসামি পাস করেছে। বিচারক বলেন, ফেল না করলে সেখানে গিয়ে কাজ কী। কয়েকজন আইনজীবী বলেন, বন্ধুদের জন্য গিয়েছে। বিচারক বলেন, কয়েক দিন হাজতখানায় থেকে আসুক। পরে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর কিছুক্ষণ পর আইনজীবীরা রবিবার জামিন শুনানি করার নিবেদন করেন। নিবেদন মতে আদালত সেদিন জামিন শুনানির দিন ধার্য করেন।
দুই মাস আগে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত এইচএসসি-সমমানের পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়েছিল শিক্ষা বিভাগ। পরে ফল প্রকাশের পর ফেল করা শিক্ষার্থীরা ঢাকা বোর্ডে গিয়ে বিক্ষোভ করেন। তারা এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে নতুনভাবে ‘বৈষম্যহীন’ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে গতকাল সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন। সেখান থেকে ৫৪ জনকে আটক করা হয়। পরে ২৮ জনকে ছেড়ে দিয়ে ২৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।
(ঢাকাটাইমস/২৪অক্টোবর/ইএস)

মন্তব্য করুন