অস্ট্রেলিয়া থেকে দেশের পথে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ১৪:১০
অ- অ+

অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সিডনি আর্ন্তজাতিক বিমানবন্দরে মহাসচিবকে বিদায় অভ্যর্থনা জানিয়েছেন অস্ট্রেলিয়া বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল তাদের দেখে অনেক আনন্দিত হন। গত ১৭ বছরে প্রবাস থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।

শায়রুল কবির খান বলেন, ভোটাধিকার ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

এর আগে গত ১১ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে তিনি অস্ট্রেলিয়া যান।

মির্জা ফখরুলের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা চিকিৎসাবিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। পাশাপাশি তিনি নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা