হিজবুল্লাহর হামলায় ডেপুটি কমান্ডারসহ ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ১৭:৪৭| আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৯:১৭
অ- অ+

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় আরও পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও ১৯ সেনা। তাদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। হতাতরা সবাই রিজার্ভ সৈন্য হিসেবে যুদ্ধে যোগ দিয়েছিল।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহর হামলার মুখে পড়ে ইসরায়েলি সৈন্যরা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, নিহত এসব সেনা দক্ষিণ লেবাননের একটি গ্রামের একটি ভবনে অবস্থান করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ছোড়েন। হামলার মুখে পড়ার সময় ওই সেনাদের কাছে রসদ ও অস্ত্র পৌঁছে দিচ্ছিল অন্যান্য সেনারা।

নিহত সৈন্যদের নামও প্রকাশ করেছে আইডিএফ।

নিহতরা হলেন— মেজর (অব.) ড্যান মাওরি (৪৩), ক্যাপটেন অ্যালন সাফ্রাই(২৮), ওয়ারেন্ট অফিসার (অব.) ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার (অব.) গাই ইদান (৫১) এবং মাস্টার সার্জেন্ট (অব.) টম সেগাল।

তারা সকলেই ৮ম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের রিজার্ভ সেনা ছিলেন। এর মধ্যে মাওরি ছিলেন ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার।

আইডিএফ আরও জানিয়েছে, আহতদের সবাইকে উদ্ধার করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে আরেক সেনা আহত হয়েছেন। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা