'ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশে’র বিনিয়োগকারীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ২৩:০৭
অ- অ+

দেশের বৃহত্তম অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম 'ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের' আয়োজনে একটি প্রফেশনাল ইনভেস্টমেন্ট ম্যাচ মেকিং সেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ২০ জনেরও অধিক বিনিয়োগকারী দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের উদ্ভাবনী বিনিয়োগ প্রস্তাবনা যাচাই করেন। এই আয়োজনে দেশীয় উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের একসঙ্গে কাজ করার সুযোগের পাশাপাশি সরাসরি পিচ ডেক উপস্থাপনের মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনাগুলো যাচাই-বাছাই করার সুযোগ তৈরি হয়।

সোমবার রাতে রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান লায়ন মো. কাওসার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের প্রফেশনালভাবে সংযুক্ত করে আসছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বহু ক্ষুদ্র উদ্যোগ বিনিয়োগ প্রাপ্ত হয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও ব্যাপক আকারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।'

এই প্রফেশনাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ তৈরি করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনেক উদ্যোক্তা ইতোমধ্যে এই প্ল্যাটফর্ম থেকে বিনিয়োগপ্রাপ্ত হয়ে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন, যা জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

এই আয়োজনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয় যা সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে সফল এবং টেকসই উদ্যোগ গঠনে ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
এবার হাসনাতের অতীত টেনে রুমিন ফারহানার পাল্টা জবাব, বললেন...
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিন্দা
মুরাদনগরে দানিক সমবায় সমিতিকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা