ভারতের বন্ধু রাষ্ট্রে নিষিদ্ধ নতুন দুই হিন্দি সিনেমা
ভারতজুড়ে আজ (১ নভেম্বর) মুক্তি পেয়েছে নতুন দুই হিন্দি সিনেমা ‘সিংহাম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’। একই সঙ্গে মুক্তি পাচ্ছে বিশ্বের কয়েকটি দেশেও। তবে এ ক্ষেত্রে দুঃসংবাদ হলো- ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত সৌদি আরব নিষিদ্ধ ঘোষণা করেছে সিনেমা দুটি।
মধ্য প্রাচ্যের দেশগুলোর সেন্সর বোর্ডের তরফ থেকে ধর্মীয় বিষয় এবং যৌনতা সংক্রান্ত বিষয় অত্যন্ত কড়াকড়ি করে। সেই কারণেই সৌদি আরব সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’ এবং ‘সিংহাম এগেইন’কে। মিড ডে’র প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
‘সিংহাম এগেইন’ সিনেমাটিতে ধর্ম সংক্রান্ত বিষয় দেখানো হয়েছে বলে সেটাকে নিষিদ্ধ করেছে সৌদি। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া থ্রি’কে নিষিদ্ধ করা হয়েছে, কারণ সেখানে সমকামিতা নিয়ে কথা বলা হয়েছে। ফলে সংযুক্ত আরব আমিরাতে দিওয়ালি উপলক্ষ্যে যে দুটি ছবি আসছে, দুটিকেই ব্যান করা হয়েছে।
প্রসঙ্গত, ‘সিংহাম এগেইন’ পরিচালনা করছেন রোহিত শেঠি। তার কপ ইউনিভার্সে রয়েছে একাধিক বলিউড স্টার। অজয় দেবগন থেকে শুরু করে কারিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর প্রমুখ। এর গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রামায়ণের ছোঁয়া।
অন্যদিকে, ‘ভুল ভুলাইয়া থ্রি’ এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। আগের দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ ভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় সিনেমাটির। আনিস বাজমি পরিচালনা করেছেন এটি। এখানে মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ।
(ঢাকাটাইমস/০১নভেম্বর/এজে)
মন্তব্য করুন