মাদারীপু‌রে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ১৮:৪০
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে মো. তায়েব নামে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপু‌রে পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. তায়েব একই গ্রামের মো. আজাহার বেপারীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু তার পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পা পিচলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নুসরাত ইসলাম বলেন, শিশু তায়েবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত্যু ঘোষণা করা হয়।

(ঢাকা টাইমস/০২নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা