রক্তাক্ত গেঞ্জির সূত্র ধরে খুনি গ্রেপ্তার

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১৮:২৯
অ- অ+

লাশের পাশে পড়ে থাকা রক্তাক্ত গেঞ্জির সূত্র ধরে র‌্যাব সিয়াম হত্যা মামলার প্রধান আসামি স্বাধীনকে গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। শুক্রবার গভীর রাতে গঙ্গাচড়া থানার খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর র‌্যাব-১৩ সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমএসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার স্বাধীন গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আনারুল মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে সিয়াম নিখোঁজ হন। পরের দিন তিস্তা সেচ ক্যানেলের একটি স্লুইচগেটের পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে গংগাচড়া থানার পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি রক্তমাখা গেঞ্জি উদ্ধার করা হয়।

২৯ অক্টোবর সিয়ামের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

বিষয়টি নিয়ে র‌্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে র‌্যাব জানতে পারে রক্তাক্ত গেঞ্জিটি স্বাধীনের। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা