রাজধানীতে নব দম্পতির মরদেহ উদ্ধার 

ফ্যানে ঝুলছিল স্বামী, জানালায় স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১৮:৫১| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৫১
অ- অ+

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসাটির একটি কক্ষের ফ্যানের সঙ্গে স্বামী এবং জানালার সঙ্গে স্ত্রীর মরদেহ ঝুলছিল।

মৃত স্বামীর নাম জুবায়ের হোসেন বিপুল (২৭) ও স্ত্রীর নাম মনিসা আক্তার (১৮)। জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

শনিবার দুপুর ১২টার দিকে বাসাটি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান।

তিনি জানান, এদিন দুপুর ১২টার দিকে খবর পেয়ে বাসাটির দরজা ভেঙ্গে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘরের ফ্যানের সঙ্গে স্বামী এবং জানালার সঙ্গে স্ত্রীর মরদেহ ঝুলছিল। উদ্ধারের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

তিনি আরও জানান, আড়াই মাস আগে জুবায়ের-মনিসা দম্পতি বিয়ে করেন। এরপর থেকে তারা সাবলেট হিসেবে এই বাসায় ভাড়া থাকতেন।

জানা গেছে, জুবায়ের রামপুরা এলাকার একটি গ্যারেজের মালিক। তিনি মানসিক রোগী ছিলেন। কিছুদিন আগেও তাকে মানসিক রোগের ডাক্তার দেখানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নকে’ দেখা গেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা