প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হচ্ছেন সাবেক আইজিপি খোদা বকশ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হচ্ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী। আগামীকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে। মন্ত্রণালয় ও সাবেক এই পুলিশপ্রধানের পরিবার সূত্রে ঢাকাটাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে ইউনূসের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন মাহফুজ আলম। তিনি উপদেষ্টা পরিষদে যাচ্ছেন। আজ তার শপথ নেওয়ার কথা রয়েছে। তার জায়গায় প্রতিমন্ত্রী মর্যাদায় আসছেন সাবেক পুলিশপ্রধান খোদা বকশ।
একইসঙ্গে উপদেষ্টা হিসেবে ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শপথ নিবেন। অন্যদিকে, খোদা বকস চৌধুরী ছাড়াও অধ্যাপক ডা. সায়েদুর রহমানকেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হতে পারে।
সাবেক আইজিপি খোদা বকশ ঢাকাটাইমসকে বলেন, ‘আমি উপদেষ্টা হচ্ছি না। তবে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করেন নতুন কিছু জানতে পারবেন।’
চট্টগ্রামের সন্তান মোহাম্মদ খোদা বকশ চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে পুলিশের মহাপরিদর্শক হন। পরের বছর তিনি অবসর নেন। ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের অক্টোবরে সাবেক এই পুলিশপ্রধানসহ ৩৮ জন কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালের জুন থেকে পরবর্তী দুই বছর খোদা বকশ আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাবেক এই পুলিশপ্রধান। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি পুলিশে যোগ দেন।
২০০৬ সালে খোদা বকশ অতিরিক্ত আইজিপি হিসাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হন। ওই বছরের অক্টোবরে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এবং পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক হন। ২০০৯ সালের জুলাইয়ে তিনি স্বেচ্ছায় অবসরে যান। সাবেক এই পুলিশ প্রধান একসময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসএস/এমআর)
মন্তব্য করুন