হ্যাটট্রিকের পর ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৫:২৭
অ- অ+

একেই হয়তো বলে মন্দ ভাগ্য। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে ফিরেছিলেন কিউই পেসার লকি ফার্গুসন। মাঠে ফিরেই হ্যাটট্রিক করে নিউজিল্যান্ডকে জয় এনে দেন তিনি। তবে ওই ম্যাচেই আবারও চোটে পড়েন ফার্গুসন। চোটের কারণেই লঙ্কানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। চোটের কারণে ওয়ানডে সিরিজে না খেলেই দেশে ফিরতে হচ্ছে ৩৩ বছর বয়সী এই পেসারকে।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কাফ ইঞ্জুরিতে পড়েন কিউই পেসার লকি ফার্গুসন। নিউজিল্যান্ডকে ১০৮ রানের স্বল্প পুঁজি নিয়ে জয়ের বড় অবদান রেখেছিলেন তিনি৷ করেছিলেন হ্যাটট্রিকও। নিজের দ্বিতীয় ওভার বোলিং করার সময় অস্বস্তি অনুভব করেছিলেন ফার্গুসন। এরপরে মাঠ ছেড়ে চলে যান এবং পরবর্তীতে ওই টি-টোয়েন্টিতে আর খেলতে পারেননি তিনি।

চোটের প্রাথমিক অবস্হার ভিত্তিতে তাকে শ্রীলঙ্কা সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। চোটের বিষয়ে বিস্তারিত জানতে নিউজিল্যান্ডে পৌঁছানোর পর তার স্ক্যান করার কথা রয়েছে। এরইমধ্যে তার বদলি হিসেবে আরেক পেসার অ্যাডাম মিলনেকে ডাকা হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড ফার্গুসনের এমন অবস্থায় বেশ হতাশ, ‘আমরা লকির( ফার্গুসন) জন্য হতাশ। সে মাত্র দুই ওভারেই দেখিয়েছে সে বল হাতে কতটা গুরুত্বপূর্ণ এবং এই দলে সে নেতৃত্বের ছাপ এনেছে। তাকে ওয়ানডে সিরিজে আমরা মিস করব। এভাবে ছিটকে যাওয়া মেনে নেওয়া কঠিন। কিন্তু আমরা আশাবাদী সে দ্রুতই ফিরবে।’

২০১৬ সালে ফার্গুসনের অভিষেকের পর থেকে নিউজিল্যান্ডের হয়ে একটি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন। সাদা বলের কিউইদের গুরুত্বপূর্ণ সদস্য ফার্গুসন৷ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে ষষ্ঠ হ্যাটট্রিক করেছেন তিনি।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা